শিক্ষার্থীদের প্রকৃতির দৃশ্যে খুুসি হয়ে উপহার বিনিময় করল নীলফামারীর ডিসি

- আপডেট সময় : ০২:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীরা কাচা হাতে গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য রং তুলিতে চিত্রায়িত করে উপহার দেয়ায় খুসি হয়ে চার শত পনের জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, টিফিন বাক্স ও পানির পাত্র উপহার বিনিময় করেন নীলফামারীর ডিসি মোহম্মদ নায়িরুজ্জামান।
জুলাই যোদ্ধাদের স্বরণে নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আজ বুধবার (২৯ জুলাই) বিকালে গুনগত শিক্ষার অর্জন নিয়ে চার শত পনের জন প্রাথমিক শিক্ষার্থীদের মুখোমুখি হন নীলফামারীর জেলা প্রশাসক মোহম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা দীপঙ্কর রায় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্যকালে উপস্থিত শিক্ষার্থীদের বলেন, নীলফামারী জেলা প্রশাসক তোমাদের ভাল কাজের জন্য উপহার দিতে চায়, তোমরা বিনিময়ে কি দিবে ? সকল শিক্ষার্থী দাঁড়িয়ে তাদের কাচা হাতে করা রং তুলিতে চিত্রায়িত গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য মেলে ধরে। সমবেতরা সকলেই মুহুর্মুহু করতালী দিয়ে তাদের উৎসাহিত করেন। পরে ডিসি নায়িরুজ্জামান তাদের হাতে প্রত্যককে একটি করে স্কুল ব্যাগ, টিফিন বাক্স ও পানির পাত্র তুলে দেন।
এসময় তিনি বলেন, প্রতিটি শিশুর মাঝে অপার সম্ভাবনা ঘুমিয়ে আছে। তোমরা ভালকে ‘হ্যা’ বলবে, মন্দকে ‘না’ বলবে। সত্য পথে চলবে আর লেখাপড়ায় মনযোগি হবে। তা হলে এই দেশ একটি শিক্ষিত জাতিকে পরিণিত হবে। কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোছাঃ মাহমুদা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট রায়হান উদ্দিন, কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার লোকমান হাকিম, কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ ও উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিল।