সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুরে রাজশাহী-চিলাহাটিগামী তিতুমীর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জায়েদ হোসেন খান (৭৩) নামে এক ছাতা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার দুপুরে সৈয়দপুর স্টেশনের অদূরে পাবলিক টয়লেটের কাছে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।নিহত জায়েদ হোসেন খান শহরের মুন্সিপাড়া এলাকার শহীদ আবেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের মুন্সিপাড়া বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার সময় রাজশাহী-চিলাহাটিগামী তিতুমীর আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান জায়েদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, বেশ কিছুদিন ধরে সৈয়দপুর-চিলাহটি রেলপথে অসতর্কতার কারণে প্রায়শ দুর্ঘটনা ঘটে।