অবশেষে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল

- আপডেট সময় : ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলবে। তবে এর জন্য কিছু শর্ত মানতে হবে মোটরসাইকেল চালকদের। শর্ত না মানলে আবার সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৮ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
পদ্মা সেতুতে নির্ধারিত ১০০ টাকা টোল দিয়ে মোটরসাইকেল চালানো যাবে। এর জন্য নির্ধারিত টোলবুথ ও নির্ধারিত লেন (বাম পাশের সার্ভিস লেন) ব্যবহার করতে হবে। কোনও অবস্থাতেই নির্ধারিত লেন পরিবর্তন করা যাবে না। ওভারটেকও করা যাবে না। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হতে পারবে।
মোটরসাইকেল চালক ও আরোহী দুজনকেই মানসম্মত হেলমেট পরিধান করতে হবে। মোটরসাইকেল চালনার ক্ষেত্রে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সব নিয়ম মেনে চলতে হবে চালকদের।
এছাড়াও কোনও অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না। চালকসহ সর্বোচ্চ দুই জন মোটরসাইকেলে চড়তে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শর্তসমূহ মেনে পদ্মা সেতু ব্যবহারের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। শৃঙ্খলা না মানলে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে।