অবশেষে মুক্তি পেল ‘ডোন্ট ওরি ডার্লিং’

- আপডেট সময় : ০৪:৫৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ ৩১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ নানামুখী সমালোচনা আর প্রতীক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ডোন্ট ওরি ডার্লিং’ ছবিটি। নতুন এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় হ্যারি স্টাইল ও ফ্লোরেন্স পিউকে।
১৯৫০-এর দশকের প্রেক্ষাপট নিয়ে এ ছবির গল্প। সিনেমায় দেখা যায় অ্যালিস ও জ্যাক নামের চরিত্রকে। যারা সুখী দাম্পত্যজীবন কাটালেও একসময় জ্যাক জড়িয়ে পড়ে কোম্পানির গোপন এক প্রজেক্টের সঙ্গে।
এ ঘটনার পর থেকেই তাদের সুখের জীবন হয়ে ওঠে ঝামেলাপূর্ণ। ছবিটির পরিচালক অলিভিয়া ওয়াইল্ড। তিনি মূলত একজন অভিনেত্রী। তবে এ ছবি পরিচালনার আগেও তিনি ২০১৯ সালে ‘বুকসমার্ট’ ছবিটি পরিচালনা করেছিলেন।
পরিচালনার পাশাপাশি এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করতে চেয়েছিলেন তিনি। তবে তার বয়স বেশি হওয়ায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় না করে পার্শ্ব একটি চরিত্রে অভিনয় করেছেন।
উল্লেখ্য, ‘ডোন্ট ওরি ডার্লিং’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। সেই উৎসবে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করে সমালোচকরা। অভিনয়শিল্পীরা এই ছবিতে অভিনয় দিয়ে উতরে গেলেও পরিচালক হিসেবে মোটেও প্রশংসাযোগ্য নন অলিভিয়া ওয়াইল্ড।