একযুগ পর সৈয়দপুর ক্রীড়া সংস্থার নির্বাচনঃ সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন

- আপডেট সময় : ০৫:৫৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ২৭ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন লিয়ন, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (২২ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে উৎসব আমেজে অংশগ্রহণ করেন সংস্থার সদস্যবৃন্দ।
উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত নির্বাচন কেন্দ্রের দুইটি বুথে ১২২ সদস্যের মধ্যে একজন বাদে সকলেই ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৭ টি পদের মধ্যে ১২ টিতে ঐক্যমত প্যানেলের প্রার্থী এবং ৫ টিতে শিক্ষক ও ক্রীড়াবিদ সমর্থিত প্যানেলের প্রার্থী নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৩ ঘন্টাব্যাপী গণনা শেষে রাত সাড়ে ৭ টায় এই ফলাফল ঘোষণা করা হয়।
এই নির্বাচনে সবচেয়ে আলোচিত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঐক্যমত প্যানেলের প্রার্থী সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোখছেদুল মোমিন। তিনি পেয়েছেন ৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পেয়েছেন ৪৩ ভোট।
ঐক্যমত প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি পদে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার (৭৬ ভোট), অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দপুর সরকারী ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মো. আহসান উদ্দিন বাদল (৬০ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক পৌর ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুর রহমান শাহীন (৬০ ভোট)।
এছাড়াও নির্বাহী সদস্য (পুরুষ) পদে সাবেক জাতীয় ক্রিকেটার মোখতার সিদ্দিকী (৭৫ ভোট), সাবেক এ্যাথলেট ও ফুটবলার মোখছেদ আলী (৭২ ভোট), ফুটবল রেফারী ও ক্রীড়া শিক্ষক সালাম মন্ডল (৬৯ ভোট), ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু (৬৭ ভোট), ক্রীড়া সংগঠক ও সিনিয়র শিক্ষক আজিজুল বারী বসুনিয়া (৬৭ ভোট), সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মোনায়েম হোসেন (৫৮ ভোট) এবং নির্বাহী সদস্য (মহিলা) পদে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী (৭৬ ভোট) ও শারীরিক শিক্ষিক, এ্যামপেয়ার (হ্যান্ডবল, কাবাডি, ব্যাডমিন্টন) মারুফা আক্তার (৬৬ ভোট)।
অন্যদিকে শিক্ষক ও ক্রীড়াবিদ সমর্থিত প্যানেলের প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহসিনুল হক (৫৫ ভোট) সহ-সভাপতি, পৌর ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু (৬০ ভোট) যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ পদে বদিউজ্জামান বদিয়ার (৬১ ভোট), সাধারণ সদস্য (পুরুষ) পদে আব্দুস সবুর আলম (৬১ ভোট) ও শরিফুল ইসলাম (৬১ ভোট) নির্বাচিত হয়েছেন।
পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফায়সাল রায়হান উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি। তিনি রিটার্নিং অফিসার হিসেবে এই নির্বাচনে দায়িত্ব পালন করেন। প্রিজাইডিং অফিসার তথা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম, সহযোগী ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর রহমান। আইনশৃঙ্খলা তদারকি করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।