কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানের পুকুরে ভাসল বৃদ্ধের লাশ

- আপডেট সময় : ০৮:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউপি চেয়ারম্যানের পুকুরে ভেসে উঠলো অজ্ঞাত বৃদ্ধের লাশ।
আজ (১৯ মে) সকালে প্রতিদিনের ন্যায় বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমানের ছেলে শামীম হোসেন তার ব্যবসায়িক কাজের সুবাদে চাতালে আসলে তার সাথে একরা মিয়া নামের একজন মুদি ব্যবসায়ীও চাতালের ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে তারা উভয়ে দেখতে পায় তাদূের পুকুরে সাদা পাঞ্জাবি পড়া একটি মরাদেহ ভেসে উঠছে। দেখে অনুমান করা হয় এটি কোন বৃদ্ধ ব্যক্তির লাশ হবে।
পরবর্তীতে কিশোরগঞ্জ থানার পুলিশ অফিসার জনাব নুর ইসলাম এর উপস্থিতিতে ভেসে ওঠা লাশটি পুকুরের কিনারে নিয়ে আসা হলেও স্থানীয় লোকজন লাশটি শনাক্ত করতে পারেননি।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমার ছেলে আমাকে জানালে আমি দ্রুত আমার চাতালে আসি। এসে লাশ দেখতে পাই। বিষয়টি কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহাদয়কে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ পুকুরের কিনারে নিয়ে আসে। আমরা কেউ লাশটি শনাক্ত করতে পারিনি।