কিশোরগঞ্জে জামায়াতের নানা কর্মসূচি পালন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৮ অক্টোবর) রাত আট টায় কিশোরগঞ্জ বাজারে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও আলোকচিত্র প্রদর্শনী হয়।
কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের টিম সদস্য ডাঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী আইন সম্পাদক আইনজীবি এ্যাডভোকেট তৌহিদুর রহমান ও নীলফামারী শহর সেক্রেটারি আইনজীবি এ্যাডভোকেট আনিছুর রহমান।
এতে বক্তব্য রাখেন জামায়াতের কিশোরগঞ্জ উপজেলা শাখার টিম সদস্য রবিউল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোজাহিদুল ইসলাম, জামায়াতের বড়ভিটা ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা জামিয়ার রহমান, কিশোরগঞ্জ ইউনিয়ন টিম সদস্য আব্দুল ওয়ারেছ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রণচণ্ডী ইউপি শাখার সেক্রেটারী হাফেজ মারুফুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের কিশোরগঞ্জ উপজেলা শাখার টিম সদস্য রবিউল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা সারা দেশে মেতেছিল খুনের নেশায়। আমরা ওইসব খুনের খুনিদের গ্ৰেফতার ও শাস্তি চাই। জামায়াতকে নিশ্চিহ্ন করতে আমাদের উপর আওয়ামী সন্ত্রাসীরা অনেক অত্যাচার ও নির্যাতন করেছে। অত্যাচারীদের আল্লাহ এমন বিচার করেছে যে, তারা দেশ থেকে পালিয়ে গেছে।
এর আগে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ সন্ত্রাসীদের লগি-বৈঠার তাণ্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারীদের উপর কিভাবে নির্যাতন করা হয় এর আলোকচিত্র বড় পর্দায় দেখানো হয়।