আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আজম, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আঃ গণি, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্ৰেনেট বাবু, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ (হাসান তনা), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাইয়েদ সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নিয়াজ ভূঁইয়া প্রমুখ।
আলোচনা সভায় শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ, শিল্প-সাহিত্য-সংস্কৃতি, জীববৈচিত্র্য, আইন শৃংখলা, সম্ভাবনা, উন্নয়ন বিষয়ে বিশদ আলোচনা হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন- আপনাদের সকলের সহযোগিতায় কিশোরগঞ্জসহ নীলফামারীর উন্নয়ন করা হবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিসি ক্যামেরাসহ নিরাপত্তা কয়েক স্তরের থাকবে বলে তিনি জানান।