কিশোরগঞ্জে দূর্ঘটনায় থি হুইলারের যাত্রীর মৃত্যু

ফজল কাদির
- আপডেট সময় : ০৫:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

ফজল কাদির : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের সাথে ত্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ ত্রি হুইলারের যাত্রী ছিলেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরবেলা রংপুর- নীলফামারী আঞ্চলিক মহাসড়কের শ্মশান বাজার এলাকায়। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যাক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, নীলফামারী থেকে যাত্রী নিয়ে একটি ত্রি হুইলার কিশোরগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ত্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ হলে ৬৫ বছর এক যাত্রী গুরুত্বর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা ওই বৃদ্ধকে মৃত্যু ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। নিহতে বৃদ্ধের এখোনো কোন পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ কিশোরগঞ্জ হাসপাতালে রয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।