কিশোরগঞ্জে বাঘ হত্যায় প্রতিবাদ সমাবেশ

- আপডেট সময় : ১১:০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ১১১ বার পড়া হয়েছে

ফজল কাদির: নীলফামারীর কিশোরগঞ্জে চিতাবাঘকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঝর্ণার মোড়ে সেফ দ্যা ন্যাশন বাংলাদেশের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ যাত্রার আয়োজন করা হয়।
এসয়ম বক্তব্য দেন চেয়ারম্যান সেভ দ্যা ন্যাশন ময়াজ্জেম হোসেন, বক্তরা বলেন, চিতাবাঘটি নির্মমভাবে হত্যা করা হয়েছে। বন্য প্রাণী আমাদের কোন ক্ষতি করে না ৷ মানুষজন বন্য প্রাণীকে আঘাত না করলে তারা মানুষকে আঘাত করে না। বক্তব্যে বন্য প্রানী হত্যা বন্ধ ও মানুষকে সচেতন হতে আহবান জানায়।
সংগঠনটির সদস্যরা বন্য প্রাণী হত্যা বন্ধের সচেতনতামূলক বিভিন্ন পোষ্টার ও লিফলেট বিতরণ করেন।
উল্লেখ্য, নীলফামারীর কিশোরগঞ্জে গত ২০ ডিসেম্বর মাগুড়া এলাকার আকালিবেচা পাড়ায় একটি চিতাবাঘ শিশুসহ চারজনকে আক্রমন করে আহত করে।পরে বন বিভাগের লোকজন আসার আগে স্থানীয়রা চিতা বাঘটিকে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। বনবিভাগ এ হত্যার ঘটনায় থানায় জিডি করেছেন।