কিশোরগঞ্জে রাইস প্লান্টার যন্ত্রদ্বারা রোপণ কার্যক্রম শুরু

- আপডেট সময় : ০১:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কৃষি কাজকে এগিয়ে নিতে আধুনিক পদ্ধতিতে রোপণ কাজের জন্য রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রদ্বারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বুধবার সকালে উপজেলার চাঁদখানা ইউনিয়নের ঋষি পাড়ায় উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.এস এম আবু বক্র সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সংসদ সদস্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম।
আলোচনা সভা শেষে ৪ হাজার ট্রেতে হাইব্রীড বোরো ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রদ্বারা প্রায় ৩০ বিঘা জমিতে রোপণ করা হয়।আধুনিক এই যন্ত্রদ্বারা চারা রোপণ পদ্ধতি দেখতে শ’ শ’ মানুষ চাষাবাদের জমিতে দেখতে আসে।