কিশোরগঞ্জে সাবেক ইউপি সদস্য সহ ৮ জুয়ারী আটক

- আপডেট সময় : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ২৭ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন লিয়ন, বিশেষ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সাবেক ইউপি সদস্য সহ ৮ জুয়ারীকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
গতকাল (২৩ অক্টোবর) ২০২২ রাত সাড়ে ১০ গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক নূর ইসলাম’র নেতৃত্বে একদল চৌকস স্বঙ্গীয় ফোর্স নিয়ে গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম টায়ার ফ্যাক্টরীর পাশে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য সহ ৮ জুয়ারীকে হাতে নাতে আটক করেন।
স্থানীয়দের অভিযোগ তারা নিয়মিত সেখানে জুয়ার আসর বসায় এবং দুর-দুরান্ত থেকে জুয়ারীরা নিযমিত জুয়া খেলতে আসে বলে এলাকার অনেকেই জানিয়েছেন।
আটককৃতরা হলেন,উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের শুকারু মামুদের ছেলে মোর্শেদুল ইসলাম(৫০),নজরুল ইসলাম’র ছেলে সুরুজ মিয়া(৩৮),মৃত্যু বাচ্চু মিয়ার ছেলে লুৎফর রহমান(৪০),মৃত্যু মোজাম্মেল হোসেন’র ছেলে মতলব হোসেন(৪৫),মৃত্যু কফিল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম(৫৯) রংপুর জেলাধীন গঙ্গাচড়া উপজেলার আব্দুল হামিদের ছেলে মহসিন আলী(৪৫)
একই উপজেলার মৃত্যু মোজাম্মেল হকের ছেলে শাহজাহান বাদশা(৫৫)এবং মৃত্যু মকবুল হোসেন’র ছেলে গিয়াস উদ্দিন (৫০)।
কথা হলে উপ-পুলিশ পরিদর্শক নূর ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ১০ গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব দলিরাম টায়ার ফ্যাক্টরীর পাশে অভিযোগ চালিয়ে জুয়া খেয়ার উপকরণ সহ তাদের হাতেনাতে আটক করা হবে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, জুয়া ও মাদক জিরো টলারেন্সে আনতে পুলিশ বদ্ধপরিকর। গতকাল রাতে গাড়াগ্রাম থেকে ৮ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। প্রচলিত আইনে মামলা হয়েছে যাহার নং ১৭, তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।