কিশোরগঞ্জে ৫-১১ বছর বয়সি শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসুচি উদ্বোধন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ৩৫ বার পড়া হয়েছে

ফজল কাদির: কিশোরগঞ্জ উপজেলায় আজ থেকে শুরু
হলো ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের মাঝে কোভিড-১৯ টিকাদান কর্মসুচি।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মসুচিটির শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাফি মাহমুদ, কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মাহিমা চন্দ্র ও উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার ।
উদ্বোধনী বিদ্যালয়ের ৯২ জন শিক্ষার্থীকে ফাইজারের কোভিড -১৯ ভ্যাকসিন দেয়া হয়।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাফি
মাহমুদ জানান, এই উপজেলার ২শ ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ হাজার ৭শ ৩৬টি শিক্ষার্থীদের টীকা দেয়া হবে। আজ থেকে ১৩ কর্মদিবস এই কর্মসূচি চলবে।