কিশোরগঞ্জ- পাগলাপীর সড়ক দূর্ঘটনায় ৩ জন থ্রী হুইলার যাত্রীর প্রাণহানীঃ চালক ছিল নতুন

- আপডেট সময় : ০১:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৩৯৪ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ কিশোরগঞ্জ- পাগলাপীর সড়কের গঞ্জিপুর চেয়ারম্যান এলাকায় এক দূর্ঘটনায় আজ দুপুরে কিশোরগঞ্জ উপজেলার ৩ জন থ্রি হুইলার আরাহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।
রংপুর পাগলাপীর থেকে ছেড়ে আসা কিশারগঞ্জগামী একটি থ্রী হুইলার ও জলঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস ওই দূর্ঘটনা স্থলে আসলে মুখামুখী সংঘর্ষ হয়। এ সময় থ্রী হুইলারে থাকা কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারের আনছার সদস্য ও তারাগঞ্জ উপজেলার বসুনিয়া হাজীপাড়া গ্রামের মহিরুল ইসলাম (৩২) ঘটনা স্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্যান্যদর রংপুর মেডিকেল কলেযে নেয়ার পর কিশোরগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক দিবা রানী(৪০) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুদা আক্তার রিমু (২২) মারা যান। তাদের বাড়ী কিশারগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেরভেরী গ্রাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই থ্রী হুইলারের চালক মমিদুল(৩৫) আজ প্রথম কিশারগঞ্জর উদ্দেশ্যে গাড়ী চালিয়ে আসছিলেন। থ্রী হুইলারের মুল চালক মুশা বটতলার কালা মামুদর পুত্র সবুজ।
গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত আহতদের উদ্ধার করি।