খানসামায় নতুন বই পেল না ৪ হাজার শিক্ষার্থী, হতাশ হয়ে ফিরলেন বাড়ি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ২৬ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ বই উৎসবে এসে বই না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছে দিনাজপুরের খানসামা উপজেলার ৭ম শ্রেণীর প্রায় ৪ হাজার ১ শত শিক্ষার্থী। উপজেলার ৬০ টি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেণীর কোন বই না পৌঁছার ফলে বই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে শিক্ষার্থীরা।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজ মিলে ৬০ টি প্রতিষ্ঠানের ৭ম শ্রেণির শিক্ষার্থীর জন্য ৪১শ সেট বই চাহিদা দেওয়া হয়েছে। অন্য শ্রেণীর বই আসলেও ৭ম শ্রেণীর কোন বই আসেনি।
অন্যদিকে উপজেলার ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত আংশিক বই বিতরণের কথা জানিয়েছে শিক্ষা বিভাগ।
সখিনা-ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বৃষ্টি আক্তার বলেন, অন্যদের মত আমিও নতুন বই নিতে গেছিলাম স্কুলে কিন্তু বই না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে এসেছি।
কাচিনীয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষা বিভাগ থেকে ৭ম শ্রেণীর বই সরবরাহ না হওয়ায় প্রদান করতে পারিনি। উপজেলা শিক্ষা বিভাগ বলছে দ্রুত সময়ে প্রদান করবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে সঠিক সময়ে বই সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তবে ২-১ দিনের মধ্যে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের কাছে তাদের নতুন বই তুলে দেয়া হবে।