খানসামায় প্রাথমিক শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকারা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষায় এবছর দিনাজপুরের খানসামা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক ও কর্মচারীর নাম ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি।
রবিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবছর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে ছাতিয়ানগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতী রানী রায়।
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে কুমড়িয়া-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে কুমড়িয়া-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরবক্ত হোসেন ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ক্যাটাগরিতে টংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানজিলা খাতুন এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক ক্যাটাগরিতে কাচিনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (উড ব্যাজার) লাকী বেগম নির্বাচিত হয়েছে।
এছাড়াও শ্রেষ্ঠ কর্মচারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী সুজন চন্দ্র দাস।
ক্যাপশন: ছবিতে উপরে বাম থেকে ডানে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, প্রধান শিক্ষিকা মিনতী রানী রায়, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান জহুরুল হক এবং নিচে বাম থেকে ডানে সহকারী শিক্ষক নুরবক্ত হোসেন, সহকারী শিক্ষিকা তানজিলা খাতুন, কাব শিক্ষক লাকী বেগম।