খানসামায় যৌণ হয়রানী বিরুদ্ধে ন্যায় বিচার ও বাল্য বিবাহ প্রতিরোধে মানববন্ধন

- আপডেট সময় : ০৬:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ৫০ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় যৌণ হয়রানী বিরুদ্ধে ন্যায় বিচার ও বাল্য বিবাহ প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাকেরহাটে নিজেরা করি সংস্থা দ্বারা পরিচালিত ভূমিহীন সংগঠনের আয়োজনে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, বাল্য বিবাহ প্রতিরোধ ও ন্যায় বিচারের দাবিতে ঘন্টাব্যাপী ভূমিহীন সংগঠন ও জমিরউদ্দিন শাহ্ বালিকা স্কুল এন্ড কলেজের প্রায় এক হাজার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান এক্য পরিষদের আহবায়ক ও জমিরউদ্দীন শাহ্ বালিকা স্কুল এন্ড কলেজের প্রভাষক জীতেন্দ্র নাথ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস, প্রভাষক দয়ারাম রায়, নিজেরা করি সংস্থার বিভাগীয় প্রশিক্ষক মালতী বিশ্বাস ও অঞ্চল সমন্বয়ক কল্যাণী সরকার, ভূমিহীন নেতা বিমল চন্দ্র রায়, ভূমিহীন নেত্রী লতিকা রাণী রায়, কিশোর-কিশোরীদের মধ্যে ফাহিম, ভূমিকা রাণী প্রমুখ।
মানববন্ধন শেষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটিকা, গন সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।