খানসামায় ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২) বিকেলে খানসামা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি খেলার বিজয়ী ও রানারআপ বালক ও বালিকা দলের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়৷ এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।