খানসামার গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন

মো: নুরনবী ইসলাম
- আপডেট সময় : ০৫:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে এ একাডেমিক ভবনের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এর আগে তিনি বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, শিক্ষা প্রকৌশলী আঃ আউয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, খামারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সাজেদুল হক সাজু সহ দলীয় নেতাকর্মীবৃন্দ ও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।