সরেজমিনে দেখা যায়, আজ ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও গুরুত্বপূর্ণ হাট-বাজারগুলো। প্রার্থীরা ভোটারদের সাথে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। সাথে চলছে চায়ের আড্ডা ও ভুড়িভোজ। এতে জমে উঠেছে প্রচারণা। কে হচ্ছেন জয়ী তা নিয়ে চলছে আলোচনা।
খোঁজ নিয়ে জানা যায়, প্রার্থীদের অনেকে নিজ দলের আদর্শের সঙ্গে যুক্ত ব্যক্তি ও ভোট প্রাপ্তির আশায় ব্যক্তিগত সম্পর্ক ঝালাই করে নিচ্ছেন। অন্যদিকে জেলা পরিষদের এ ভোট জনসাধারণের মাঝেও আলোচনার ঝড় তুলেছে। আলোচনায় স্থান পাচ্ছে প্রার্থীদের অতীত রাজনৈতিক কর্মকান্ড, ব্যক্তিত্ব ও পারিবারিক ইতিহাস।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুম ভোটকেন্দ্রে উপজেলা চেয়ারম্যান, উপজেলা পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান, ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য মোট ৮১ জন ভোটার ইভিএমের মাধ্যমে জেলা জেলা পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এই নির্বাচনে খানসামা উপজেলা ৩নং ওয়ার্ড থেকে সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আকবর আলী শাহয়ের নাতি শাহরিয়ার জামান শাহ নিপুণ,তালা প্রতীকে বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আজিজুর রহমান, টিউবওয়েল প্রতীকে সাংবাদিক ও ঠিকাদার মোছাঃ সারমিন রহমান । এছাড়াও খানসামা, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা মিলে মহিলা সংরক্ষিত আসন-১ এ ফুটবল প্রতীকে শাহানাজ পারভীন ও টেলিফোন প্রতীকে মীরা মাহবুব নির্বাচনে লড়ছেন।