খানসামায় ৪ কেজি গাঁজাসহ ৪ জন আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৪১ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে খানসামা থানা পুলিশ। জব্দ করা হয়েছে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি অটোরিকশা।
মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার আত্রাই নদীর পশ্চিম পাড় হতে ওয়ালটন মোড় হয়ে পাকেরহাট মাদক নিয়ে যাওয়ার গোপন সংবাদ পাওয়ার পর ওসি চিত্তরঞ্জন রায়ের নেতৃত্বে এসআই ফরহাদ সহ সঙ্গীয় ফোর্স উপজেলার টিটিসি মোড় এলাকায় গাঁজা সহ তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃত গাঁজা ব্যবসায়ীরা হলেন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী রতনদিঘী এলাকার দবিরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২২), বীরগঞ্জ উপজেলার সুজালপুর গোরস্থান এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আঃ সাত্তার (৫৮), খানসামা উপজেলার জাহাঙ্গীর পুর হলিদিপাড়ার মৃত আফতাব উদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (৫২) এবং গোবিন্দপুর গ্রামের বানিয়া পাড়ার শামসুল হকের ছেলে আঃ সামাদ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা (যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা) সহ তাদের আটক করা হয়েছে। আটকের পর তাদের মাদক মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত উপজেলা করতে এ ধরনের কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।