গাইবান্ধায় চাঞ্চল্যকর অটোভ্যান চালক হত্যা মামলায় গ্রেফতার ৫

- আপডেট সময় : ০২:৩১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ৩১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার চাঞ্চল্যকর অটোভ্যান চালক রুবেল হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকান্ডের সাথে সরাসরি জরিত ৩ জনসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো: কামাল হোসেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- মো: ওবায়দুল ইসলাম ও রুবেল মিয়া বাদিনার পাড়া গ্রামের মোহাম্মদ জহুরুল ইসলামের ছেলে ও তাদের বন্ধু বরিশাল জেলার হিজলা থানার গুয়াবাড়িয়া গ্রামের শামসুল হক চৌকিদারের ছেলে জসীম উদ্দিন এবং সাঘাটা উপজেলার বারকোনা গ্রামের মৃত মহাসিন আকন্দের ছেলে মো: সাজু মিয়া ও মৃত চশমতুল্লা আকন্দের ছেলে মো: রেজাউল করিম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২০ মার্চ দুপুরে সাঘাটা থানার বাদিনার পাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে অটোভ্যান চালক রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হচ্ছিল না। এ ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশের প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে ও একাধিক সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করা হয়। ঢাকার জিরাবো এলাকা থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে সাঘাটা থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে রুবেলের ছিনতাই হওয়া ভ্যানের বিভিন্ন অংশ ও তার মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, হত্যাকারীরা তার অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশে তাকে ভুট্টা খেতে নিয়ে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং পাশের বাজারে ৯৫০০ টাকায় অটোভ্যানটি বিক্রি করে ঢাকায় পালিয়ে যায়।