চাঁদখানা ইউপি উপনির্বাচনে নৌকার মাঝি হতে চান লেলিন

- আপডেট সময় : ০৬:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার ৫ নং চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফির মৃত্যুতে শুন্য হয়ে যায় চেয়ারম্যান পদ। এই ইউনিয়নে অনুষ্ঠিত হবে উপনির্বাচন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন তরুণ রাজনীতিবিদ তাহসান লেলিন। বিগত নির্বাচনের আগ থেকেই ভোটের মাঠে কাজ করেছেন তিনি। সেবারও চেয়েছিলেন দলীয় মনোনয়ন। দলীয় সিদ্ধান্তের প্রতি একাত্মতা ঘোষণা করে নির্বাচন থেকে সড়ে দাড়ান তিনি।
প্রয়াত চেয়ারম্যান হাফিজুর রহমানের অকাল মৃত্যুতে শুন্য হওয়া চেয়ারম্যান পদে আসন্ন উপনির্বাচনে এবার আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে অনেকাংশে এগিয়ে আছেন তাহসান লেলিন। গত নির্বাচন থেকে জনগনের সাথে সম্পৃক্ত থাকায় বেশ পরিচিতি পেয়েছেন তিনি।
তাহসান লেলিন এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আনছার উদ্দিন সরকারের দৌহিত্র। আইন বিষয়ে রয়েছে স্নাতকোত্তর ডিগ্রী। তিনি কিশোরগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।