জেলা পরিষদের নির্বাচনে কিশোরগঞ্জ উপজেলা সদস্য নির্বাচিত হলেন ফাতেমা বেগম

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৩৩ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা পরিষদের নির্বাচনে কিশোরগঞ্জ উপজেলার সদস্য পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন (সাবেক জেলা পরিষদের মহিলা সদস্য ও রনচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমানের সহধর্মিনী ফাতেমা বেগম।
তিনি টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাসুদ রানা পাটোয়ারী হাতি প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে ১২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন শেষে কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য অনুয়ায়ী এ ফলাফল ঘোষনা দেওয়া হয়।