সৈয়দপুর ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টানা দুই ম্যাচে জয় পেল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে এবার ভুটানকে হারালো বাংলাদেশ। শুক্রবার রাতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ২-০ গোলে হারায় লাল-সবুজ জার্সিধারীরা।

এর আগে প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়েছিল বাংলাদেশ।

টানা দুই ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে যাওয়ার পথে এগিয়ে গেল লাল-সবুজের জার্সিধারীরা। অবশ্য সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ইয়েমেন।

রবিবার শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইয়েমেন।

শুক্রবার ভুটানের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটের মাথায় গোলের দেখা পায় বাংলাদেশ। এ সময় ডান প্রান্ত থেকে আসাদুলের ক্রসে হেড দিয়ে বল জালে পাঠান নাজিম উদ্দিন। অবশ্য শুরু থেকে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু নিশ্চিত কয়েকটি গোল তারা করতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধেও সুযোগ মিসের মহড়া দেয় ভুটান। অগোছালো ফুটবল খেলে পল স্মলির শিষ্যরা। এর মধ্যেই ম্যাচের ৭৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। এ সময় ইমরান খানের ফ্রি কিক থেকে হেডে গোল করেন মোলতাজিম আলম হিমেল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বয়সভিত্তিক এএফসি কাপে বাংলাদেশ পুরুষ দল (অনূর্ধ্ব-১৬) সর্বশেষ ২০০৭ সালে চূড়ান্ত পর্বে খেলেছিল। অনূর্ধ্ব-২০ দল সর্বশেষ ২০০২ সালে ফাইনাল রাউন্ডে লড়েছিল। এবার অনূর্ধ্ব-২০ দল গোল গড়ে বাহরাইনের কাছে পিছিয়ে থেকে কোয়ালিফাই করার সুযোগ হারায়। ফলে এখন অনূর্ধ্ব-১৭ দলের সামনে সুযোগ এএফসির আসরে চূড়ান্ত পর্বে খেলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


টানা দুই ম্যাচে জয় পেল বাংলাদেশ

আপডেট সময় : ০৩:১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে এবার ভুটানকে হারালো বাংলাদেশ। শুক্রবার রাতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ২-০ গোলে হারায় লাল-সবুজ জার্সিধারীরা।

এর আগে প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়েছিল বাংলাদেশ।

টানা দুই ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে যাওয়ার পথে এগিয়ে গেল লাল-সবুজের জার্সিধারীরা। অবশ্য সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ইয়েমেন।

রবিবার শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইয়েমেন।

শুক্রবার ভুটানের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটের মাথায় গোলের দেখা পায় বাংলাদেশ। এ সময় ডান প্রান্ত থেকে আসাদুলের ক্রসে হেড দিয়ে বল জালে পাঠান নাজিম উদ্দিন। অবশ্য শুরু থেকে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু নিশ্চিত কয়েকটি গোল তারা করতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধেও সুযোগ মিসের মহড়া দেয় ভুটান। অগোছালো ফুটবল খেলে পল স্মলির শিষ্যরা। এর মধ্যেই ম্যাচের ৭৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। এ সময় ইমরান খানের ফ্রি কিক থেকে হেডে গোল করেন মোলতাজিম আলম হিমেল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বয়সভিত্তিক এএফসি কাপে বাংলাদেশ পুরুষ দল (অনূর্ধ্ব-১৬) সর্বশেষ ২০০৭ সালে চূড়ান্ত পর্বে খেলেছিল। অনূর্ধ্ব-২০ দল সর্বশেষ ২০০২ সালে ফাইনাল রাউন্ডে লড়েছিল। এবার অনূর্ধ্ব-২০ দল গোল গড়ে বাহরাইনের কাছে পিছিয়ে থেকে কোয়ালিফাই করার সুযোগ হারায়। ফলে এখন অনূর্ধ্ব-১৭ দলের সামনে সুযোগ এএফসির আসরে চূড়ান্ত পর্বে খেলার।