ডোমারে চিকিৎসা সেবা চালুর দাবীতে মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটিতে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্রে নিয়মিত চিকিৎসা সেবা চালুর দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (২৪ জুন) দুপুরে চিলাহাটি বাজারে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন।
বক্তারা জানায়, তিন বছর আগে ডোমার উপজেলার চারটি ইউনিয়নের মানুষের একমাত্র অবলম্বন স্বাস্থ্য উপকেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে ১০ শয্যা মা ও শিশু কল্যান কেন্দ্র স্থাপন করা হয়। আধুনিক চিকিৎসার নানা উপকরণ সহ কল্যান কেন্দ্রটি নির্মাণ শেষ হয় দুই বছর আগে। কিন্তু ডাক্তার, টেকনোলজিষ্ট ও ওষুধ সরবরাহ না করে কর্তৃপক্ষ এটি ফেলে রাখে।
এদিকে পুরোনো স্বাস্থ্য উপকেন্দ্রটির কার্যক্রম বন্ধ থাকায় এই অঞ্চলের লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। অচিরেই এই সমস্যার সমাধান না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।