ডোমারে নদী ভাঙন থেকে মন্দির রক্ষা প্রকল্প কাজের উদ্বোধন

- আপডেট সময় : ০৬:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৫১ বার পড়া হয়েছে

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নদী ভাঙন থেকে নীলফামারীর ডোমার উপজেলার ছোটরাউতা দোমুখা গঁঙ্গামাতা ও বিষ্ণু মন্দির রক্ষায় বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ই জুন) সকাল ১০টায় উপজেলার ছোটরাউতা দোমুখা গঁঙ্গামাতা ও বিষ্ণু মন্দির প্রাঙ্গনে নদী ভাঙন থেকে মন্দির রক্ষায় বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি। এতে সভাপতিত্ব করেন—দোমুখা গঁঙ্গামাতা ও বিষ্ণু মন্দিরের সভাপতি রামনিবাস আগরওয়ালা।
দোমুখা গঁঙ্গামাতা ও বিষ্ণু মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল কানজিলালের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ কুমার আগরওয়ালা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত রায় তপু প্রমূখ।
উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ছোটরাউতা দোমুখা গঁঙ্গামাতা ও বিষ্ণু মন্দিরের বাঁধ নির্মাণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৯ লাখ ৭৯ হাজার ৯১৯ টাকা। প্রকল্পটির আওতায় দৈর্ঘ্যে ১৩০ মিটার এলাকার সংস্কার কাজ করবে বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুর ইউনাইটেড ব্রাদার্স।