ডোমারে রুহুল আমিন মুন্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৬:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ ৩১ বার পড়া হয়েছে

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নিজ ঘর থেকে রুহুল আমিন মুন্না (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
শুক্রবার ২৩ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ড সবুজ পাড়ায় ঘটনাটি ঘটেছে। নিহত রুহুল আমিন মুন্না সবুজপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে মুন্না বাড়ীতে এসে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষন দরজা না খুলায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলেও তার কোন সারা শব্দ না পাওয়ায় তারা দরজায় জোড়ে ধাক্কা দিলে দরজা খুলে যায়। এ সময় তারা ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। প্রাথমিক ভাবে তারা ধারনা করছেন সে আত্মহত্যা করেছে। তবে কেন বা কি কারণে সে আত্মহত্যা করেছে সেটি কেউ বলতে পারছেনা।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলেও তিনি জানিয়েছেন