দিনাজপুরে ৬ দফা দাবিতে মেস ও গৃহপরিচারিকা সমিতির স্মারকলিপি পেশ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ২২ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে মেস ও গৃহপরিচারিকা সমিতি এর উদ্যোগে (৮ জানুয়ারী) দুপুরে ৬ দফা দাবিতে মেস ও গৃহপরিচারিকা সমিতি গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি,ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন, সাপ্তাহিক ছুটি,কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যূনতম মাসিক ১০,০০০ টাকা মজুরি,আর্মিরেটে রেশন,বিনা পয়সায় শিক্ষা চিকিৎসা প্রদানসহ ৬ দফা দাবিতে দিনাজপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মেস ও গৃহপরিচারিকা সমিতি, দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি আর্জিনা বেগম, সাধারণ সম্পাদক মোরশেদা বেগম। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান।
দাবিসমূহ :গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, ট্রেড ইউনিয়ন অধিকার এবং রেজিস্ট্রেশন প্রদান করতে হবে,গৃহর্মীদের ন্যূনতম মজুরি মাসিক ১০,০০০ টাকা নির্ধারণ করতে হবে, গৃহকর্মী পরিবারের সদস্যদের জন্য বিনা মূল্যে চিকিৎসা ও সন্তানদের জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে,গৃহকর্মীদের জন্য আর্মিরেটে রেশন সরবরাহ করতে হবে,গৃহকর্মীদের সাপ্তাহিক ছুটি,পরিচয়পত্র,স্ববেতন মাতৃত্বকালীন ছুটি,নিরাপদ কর্মপরিবেশ,কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, গৃহকর্মী সুরক্ষা নীতিমালা-২০১৫ এর সঙ্গে গৃহকর্মীদের ন্যায়সঙ্গত দাবিসমূহ যুক্ত করে গৃহকর্মী সুরক্ষা জন্য গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানান।