সৈয়দপুর ০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দেবীগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় প্রশাসনের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: ২য় ধাপে পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা নির্বাচনে একটি কেন্দ্রে ভোটের ফলাফল দেরিতে ঘোষণা করায় হামলার শিকার হয়েছেন দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা। এ সময় প্রশাসনের তিনটি সরকারি গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ লোকজন। এতে একজন উপসচিবসহ আহত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন রায় (৩২) ও দীনবন্ধু রায় (৩৩) নামে দুজনকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন– নির্বাচনের দায়িত্বে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু আউয়াল, ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কাদেরুল ইসলাম, উপসচিবের সহকারী জাহাঙ্গীর আলম, গাড়িচালক আবু বক্কর সিদ্দিক, আটোয়ারী থানার উপপরিদর্শক বুলু মিয়া ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুল বারী আহত হন। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা স্বীকার করে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, ফলাফল ঘোষণায় দেরি হওয়াতে বিক্ষুব্ধ লোকজন প্রশাসনের লোকজনের ওপর হামলা করে। তারা তিনটি গাড়ি ভাংচুর করে। আমরা দুজনকে আটক করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম বলেন, ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অতিরিক্ত পুলিশ ও বিজিবিসহ আমাদের লোকজন সর্বোচ্চ সহনশীলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কয়েকজন কর্মকর্তা কর্মচারী সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


দেবীগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় প্রশাসনের উপর হামলা

আপডেট সময় : ০৪:৩৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ২য় ধাপে পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা নির্বাচনে একটি কেন্দ্রে ভোটের ফলাফল দেরিতে ঘোষণা করায় হামলার শিকার হয়েছেন দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা। এ সময় প্রশাসনের তিনটি সরকারি গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ লোকজন। এতে একজন উপসচিবসহ আহত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন রায় (৩২) ও দীনবন্ধু রায় (৩৩) নামে দুজনকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন– নির্বাচনের দায়িত্বে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু আউয়াল, ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কাদেরুল ইসলাম, উপসচিবের সহকারী জাহাঙ্গীর আলম, গাড়িচালক আবু বক্কর সিদ্দিক, আটোয়ারী থানার উপপরিদর্শক বুলু মিয়া ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুল বারী আহত হন। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা স্বীকার করে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, ফলাফল ঘোষণায় দেরি হওয়াতে বিক্ষুব্ধ লোকজন প্রশাসনের লোকজনের ওপর হামলা করে। তারা তিনটি গাড়ি ভাংচুর করে। আমরা দুজনকে আটক করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম বলেন, ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অতিরিক্ত পুলিশ ও বিজিবিসহ আমাদের লোকজন সর্বোচ্চ সহনশীলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কয়েকজন কর্মকর্তা কর্মচারী সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।