নাটোরের নলডাঙ্গায় আগুন লেগে ২০টি টিনের বাড়ি পুড়ে ছাই

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় আগুন লেগে প্রায় ২০টি টিনের বাড়ি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।
রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বাঁশিলা উত্তরপাড়া গ্রামের খলিলের বাড়ির রান্নার চুলার আগুন থেকে রান্না ঘরে আগুন ধরে। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের টিনের বাড়িগুলোতে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কোন ক্ষয়ক্ষতির হিসেব করা সম্ভব হয়নি।
নাটোর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সর উপ সহকারী পরিচালক একেএম মুরশেদ ঘটনার সত্যতা স্বীকার করেন।