নিহত ছাত্রদল কর্মী নিপুর পরিবারের খোঁজ নিলেন ছাত্রদল নেতা আবু সাঈদ

- আপডেট সময় : ০৭:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: জাতীয়বাদী ছাত্রদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আওতাধীন কামারপুকুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী নিপু (২৪) এর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ জিসানের নের্তৃত্বে একটি দল।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা এলাকায় নিহত নিপুর কবর জিয়ারত করতে যায় ছাত্রদলের একটি দল।
কবর জিয়ারত শেষে নিহত নিপুর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তারা। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ছাত্রনেতারা।
এসময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ জানান, নিহত ছাত্রদল কর্মী নিপুর দলের প্রতি ছিল অগাধ ভালোবাসা। বিগত দিনে দেশনায়ক তারেক রহমান নির্দেশিত প্রতিটি কর্মসূচিতে নিপুর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এক বছর পূর্বে আজকের এই দিনে নিপু আমাদের ফাকি দিয়ে ওপারে চলে যায়। কিন্তু নিপুর শত স্মৃতি আমাদের ছেড়ে যেতে পারে নি। আমরা নিপুকে ভুলতে পারি নি। নিপু বেচে থাকবে আমাদের হৃদয়ে।
উল্লেখ্য, ২০২৩ সালের এই দিনে ছাত্রদল কর্মী নিপু বৈদ্যুতিক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।