নীলফামারীতে অ্যাড. জাহাঙ্গীর আলম রচিত ‘সড়ক পরিবহন আইন ও বিধিমালা’ গ্রন্থের পাঠ উন্মোচন

- আপডেট সময় : ০৯:৩৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নীলফামারী জেলা আইনজীবী সমিতির সদস্য ও গবেষক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রচিত ‘সড়ক পরিবহন আইন ও বিধিমালা’ বইয়ের পাঠ উন্মোচন করা হয়েছে।
নীলফামারী জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল হকের সভাপতিত্বে জেলা আইনজীবীর প্রবীণ সদস্য মো: শাহজাহান আলী, বাবু তুষার কান্তি রায়, আবু আহম্মেদ নুরুল জাকি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাবু অক্ষয় কুমার রায়, অ্যাড. মো: আনিস-উল-হক, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মো: সোয়েম, আইনজীবী জেলা সমিতির সদস্য সাবেক সাধারণ সম্পাদক আলফারুক আব্দুল লতিফ সহ জেলা আইনজীবী সমিতির প্রবীণ, নবীন সদসবৃন্দ সহ শিক্ষানবিশ আইনজীবীবৃন্দ।
এডভোকেট জাহাঙ্গীর আলম রচিত অন্যান্য গ্রন্থগুলো হচ্ছে- জেনারেল ক্লোজেস অ্যাক্টের ভাষ্য, নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন, নারী ও শিশু আইনের ভাষ্য, দ্রুত বিচার আইনের ভাষ্য, ফৌজদারী কার্যবিধি, দণ্ডবিধি, দেওয়ানী কার্যবিধি, ম্যানুয়াল অফ লিগ্যাল প্রাক্টিশনার্স বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস, সাক্ষ্য আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স।
এছাড়াও তার রচিত নীলফামারী জেলার ইতিহাস সম্বলিত বই ‘নীলফামারীর ইতিহাস’ বাংলা একাডেমির প্রকাশ করে।
তিনি একাধারে একাধারে কাব্যগ্রন্থ, জীবনীগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক একাধিক গ্রন্থ ও গল্প রচনা করেন।
২০০৯ সালে তিনি সাহিত্যে অবদানের স্বীকৃতি সরুপ ইউনিসেফ কর্তৃক মীনা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করেন।