নীলফামারীতে আ’লীগের প্রতিহিংসার শিকার ক্ষতিগ্রস্থের সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০১:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

ফজল কাদির, নীলফামারী: “আমি কোন রাজনীতি করি না, এর পরেও আওয়ামী রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছি, তারা আমার নতুন গাড়ীটি পুড়িয়ে দিয়েছে” সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে মানষিকভাবে ভেঙে পড়ে কথা গুলো বলছিলেন ভুক্তভোগী চৌধুরী মোঃ নিটোল আল ওয়ায়েস।
রবিবার (১৩ অক্টোবর) নীলফামারী প্রেসক্লাব মিলোনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরোও বলেন, “আমার বাড়ীতে গাড়ী পার্কিং এর যায়গা না থাকায়, আমি আমার পরিচিত শামীম শাহ আলম তমুর এলিন এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে মাসিক চুক্তিতে গাড়ীটি গ্যারেজ করতাম। তমু ও তার বড় ভাই আব্দুস সালাম বাবলা বিএনপি রাজনীতির সাথে জড়িত হওয়ায়, গত ৪ আগষ্ট নীলফামারী জেলা আওয়ামীলীগের কিছু নেতার মদদে প্রতিহিংসার কারণে তমুর গ্যারেজে অগ্নিসংযোগ করে মোট ৪টি গাড়ী পুড়িয়ে দেয়া হয়, এর মধ্যে আমার একটি। যার বর্তমান বাজার মুল্য প্রায় ১২ লক্ষ টাকা। এ বিষয়ে অপর ভুক্তভোগী শামীম শাহ আলম তমু নীলফামারী থানায় একটি মামলা করেছেন, (যার জিআর নম্বর ২৩১/২৪ নীল:)।
আমি থানায় লিখিত অভিযোগ দিলে, একই ঘটনায় পৃথক মামলা না হওয়ায় অভিযোগটির প্রেক্ষিতে বিষয়টি নীলফামারী থানায় সাধারণ ডায়েরী ভুক্ত রাখেন নীলফামারী থানা কর্তৃপক্ষ, (যার সাধারণ ডায়েরী নম্বর ৩৯৫, তারিখ: ৭/১০/২৪)।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেহেতু আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। সিসিটিভি ফুটেজ অনুয়ায়ী ঘটনার সাথে সম্পৃত্ত ব্যক্তিদের সনাক্ত করা সম্ভব।
উল্লেখ্য, গত ৪ আগস্ট’ ২০২৪ দুপুর অনুমান ৩:৩০মিনিটে জেলা শহরের উকিলপাড়ার এলিন এন্টারপ্রাইজে ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের অভিযোগ থানায় আ’লীগের ৪১ জনের নাম উল্লেখ করে গত ১৯ আগষ্ট’ ২০২৪ নীলফামারী থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী শামীম শাহ আলম তমু।
এ মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন, নীলফামারী জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্যে বিষয়ক সম্পাদক মাহবুল, নীলফামারী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আপেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সহ অনেকে।
শামীম শাহ আলম তমুর দায়ের করা মামলা ও অপর ভুক্তভোগী চৌধুরী মোঃ নিটোল আল ওয়ায়েস এর দায়ের করা সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর. সাঈদ।