নীলফামারীতে আসাদুজ্জামান নূর এমপির সাথে নাসিব নের্তৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

- আপডেট সময় : ০১:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে

উজ্জ্বল আহমেদ: নীলফামারীতে সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপির সাথে নাসিব নীলফামারীর জেলার শুভেচ্ছা নাসিব নীলফামারী জেলার নের্তৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় হয়।
সোমবার (২৯ই মে) সকাল ১০ টায় নীলফামারী-০২ সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপির সাথে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারীর জেলার সভাপতি আব্দুল মোমিন নীলফামারী জেলার ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা সভায় শেষে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় নীলফামারী জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সুযোগ্য সভাপতি প্রকৌশলী এস এম শফিকুল আলম (ডাবলু) উপস্থিত ছিলেন। এছাড়াও নাসিব নীলফামারী জেলার পরিচালক ও উদ্যোক্তা ফরিদা খানম, সেলিনা চৌধুরী, এমি বনলতা, জানে আলম সিদ্দিকী, রাহেনা বেগম, উম্মে কুলসুম সুন্দরী, দিলারা বেগম, বৈশাখী আক্তার সহ অন্যান্য ক্ষুদ্র ও কুটির শিল্পর উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি এসময় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।