নীলফামারীতে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি

- আপডেট সময় : ১১:৩১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,নীলফামারী শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে প্রকল্পের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে চাঁদের হাট ডিগ্রী কলেজের হলরুমে পল্লী উন্নয়ন প্রকল্পের রংপুর জোনাল প্রধান আবুল লাইছ মোহাম্মাদ খালেদের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নীলফামারী সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ ও চাঁদের হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন। শেষে সদস্যদের মাঝে চারা বিতরণ ও কলেজ চত্বরে গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ।
ইসলামী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, এবার নীলফামারী শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের ৭ হাজার সদস্যর মাঝে উন্নত জাতের বিভিন্ন গাছের চারা বিতরণ করা হবে।