নীলফামারীতে তারেক ও ডা. জোবায়দা কে সাজা দেওয়ার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

- আপডেট সময় : ০৯:৩৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
আজ রবিবার বেলা ১১টায় নীলফামারী জজ কোর্ট চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবু মোঃ সোয়েমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান রিনোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট এস.এম ওবায়দুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম আহসান প্রামাণিক, সহ-সভাপতি অ্যাডভোকেট আল-মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজিব বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সাজা দেওয়ার ফরমায়েশী রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাজা বাতিলের জোর দাবি জানান। বিএনপির একদফা দাবি মেনে নিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরকারকে পদত্যাগেরও দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।