নীলফামারীতে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৩:১০:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধিঃ বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশারের মরদেহ সাড়ে তিন ঘটার পর উদ্ধার করেছে ডুবুরি দল। রবিবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজলার বোতলাগাড়ি ইউনিয়নের চাদিয়ার ব্রীজের ঘাটে এ ঘটনাটি ঘটে। নিহত শাহিন আলম ওই ইউনিয়নের তেলিপাড়ার আবু তালেবের ছেলে এবং স্থানীয় পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন।
স্থানীয়রা জানায়, সকাল সাড় ১০ টার দিকে নিহত শাহিন সহ তিন বন্ধু মিলে বাড়ির পাশে চাদিয়ার ব্রীজের খড়খড়িয়া নদীতে গোসল করত যায়। গোসলের এক পর্যায় বন্যায় প্লাবিত নদীতে ডুবে যায় তারা। অন্যান্যরা পাড়ে উঠতে পারলেও নিখাঁজ হয়ে যায় শাহিন। এ
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ৩ ঘন্টা পর ঘটনাস্থল থেকে নদীর ভাটির দিকে একশ গজ দূর থেকে নিখাঁজ শাহিনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।