নীলফামারীতে প্লাস্টিক দিয়ে প্রান্তিক পরিবাররা পেল নিত্য পণ্য

ফজল কাদির
- আপডেট সময় : ০৩:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

ফজল কাদির: নীলফামারীতে কুড়ানো প্লাস্টিকের বিনিময়ে “নিত্যপণ্য” দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
রবিবার জেলা শহরের আশা কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই বিনিময় কর্মসুচিতে চার শত প্রান্তিক পরিবার তাদের কুড়ানো প্লাস্টিক দিয়ে নিত্যপণ্য সংগ্রহ করে।
এছাড়া স্কুলের শিক্ষারথীরাও কুড়ানো প্লাস্টিকের বোতলের বিনিময়ে পেয়েছে শিক্ষা উপকরণ।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী রানা আহমেদ বলেন” প্লাস্টিক দূষনের মাত্রা এতই ব্যাপক যে এটি সরকারের একার পক্ষে রোধ করা অসম্ভব।
এই দূষণ কমাতে দরকার ব্যাপক জনসচেতনতা ও জনসম্পৃক্ততা। তাই মানুষকে সম্পৃক্ত করতেই আমরা সারাদেশে প্লাস্টিক এক্সেঞ্জ স্টোর চালু করি।
বলেন, আশা করছি এই উদ্যোগের মাধ্যমে প্লাস্টিকের ভয়াবহতা সম্বন্ধে আমরা জনগনকে ধারণা দিতে পারব ও প্লাস্টিক দূষণরোধে আমাদের এই আইডিয়া বাস্তবায়নে সরকারও এগিয়ে আসবে।