নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

- আপডেট সময় : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
বৃহস্পতিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্টিত উদ্বোধনী বালক দলের খেলায় জলঢাকা উপজেলার গোলমুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ডোমার উপজেলার মির্জাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা দলের খেলায় ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউসি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ।
জেলা শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ
সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী প্রমুখ।
১২টি দল জেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করবে ও আগামী ১০ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্টিত বলে জানান আয়োজকরা।