নীলফামারীতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন

- আপডেট সময় : ১১:৪১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

ফজল কাদির: মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনর বিভিন পদ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে সদরের, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
নীলফামারী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুছার সভাপতিত্বে বক্তব্য দেন শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকতনের প্রধান শিক্ষক মহফিজুর রহমান, পলাশবাড়ি বালিকা উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম রায় বাদল, ফুলতলা উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হক।
মানববন্ধন শেষে সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর উপজলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন শিক্ষা পরিবারের নের্তৃবৃন্দ।