নীলফামারীত শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০২:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: গত ৩ দিন ধরে শৈত্য প্রবাহ বিরাজ করছে উত্তরের জেলা নীলফামারীতে। সেই সাথে উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারনে চরম দূর্ভাগে পড়েছে এ জেলার দরিদ্র মানুষজন। মেঘলা আকাশ আর কুয়াশার কারনে তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি এই জেলায়। ভারী রাত থেকে বৃষ্টির মতো তুষারপাত হয়। দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন বাইরে বের হতে না পারায় পড়েছেন দুর্ভোগে।
এদিকে ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবদরে ফ্লাইট ওঠা-নামা ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হাসান জানান, বুধবার সকাল ৬টায় নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস।