নীলফামারীর সৈয়দপুরে ১৫ বছরে রেকর্ড তাপমাত্রা রেকর্ড

- আপডেট সময় : ১১:৫০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অসহনীয় গরমে নাভিশ্বাস উঠেছে উত্তরবঙ্গের মানুষের। তীব্র তাপদাহে জনজীবনে অস্বস্তি নেমেছে। এরই মধ্যে ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ১৫ বছরের মধ্যে এই প্রথম।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার বেলা ৩ টায় সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এদিন সকাল থেকে বেলা ২ টা ৪৫ মিনিট পর্যন্ত সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ৩ টায় তা বৃদ্ধি পেয়ে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
গতকাল রবিবার দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা জেলায় ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ দেশের অন্যান্য বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আট জুন থেকে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে ১০ জুন থেকে। আট তারিখের পর থেকে ঢাকার আকাশ মেঘলা হয়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তাদের ধারণা