নীলফামারী পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ বাংলাদশ জাতীয়তাবাদী দল নীলফামারী পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসম্বর) রাতে ওই ওয়ার্ডের নোয়াখালি পাড়ায় কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক দলের উপদেষ্টা মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। এসময় অনুষ্ঠানের উদ্বাধন করে জেলা বিএনপির সহ সভাপতি আবু সাঈদ মিলন। আর সভাটি সঞ্চালনা করেন যুব দলের সাংগঠনিক সম্পাদক রমিজ আলম।
জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান বলেন, তৃর্ণমুল নেতাকর্মীই হলো মুল দলের প্রাণ ও চালিকা শক্তি। তাই তৃণমুল কর্মী সমর্থকদের উজ্জিবিত করতে এই কর্মীসভার আয়াজন করা হয়।
তিনি বলেন, তারেক রহমানের নের্তৃত্বে বিএনপির সকল কর্মকান্ড ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী নিবেদিত হয়ে কাজ করার আহবান জানান।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বিএনপির ঘাঁটি নোয়াখালি পাড়ার ৪নং ওয়ার্ডের মাটি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়, দেশ ছেড়ে পালিয়েছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে। আমরা তৃণমুল এই বার্তা ছড়িয়ে দিতে চাই। এজন্য কাজ করতে হবে প্রত্যককে নিজ নিজ অবস্থান থেকে।