পাকেরহাটে মা-মনি বস্ত্র বিতান এন্ড শপিং মল এর উদ্বোধন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে বৃহৎ কাপড়ের দোকান মা-মনি বস্ত্র বিতান ও শপিং মল-এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকালে উপজেলার পাকেরহাট বাইপাস পেট্রোল পাম্পের সামনে মা মনি শপিং মল এর উদ্বোধন উপলক্ষে কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
এসময় মা-মনি বস্ত্র বিতান ও শপিং মল-এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওসি চিত্তরঞ্জন রায়, উত্তরা ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক খলিল ভূঁইয়া, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান চৌধুরী, আলহাজ্ব আঃ মমেন শাহ, আজিজার রহমান শাহ, বীরমুক্তিযোদ্ধা আজিজুল হকসহ ব্যবসায়ীগণ ও অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।