প্রধানমন্ত্রীর উপহার পেল দিনাজপুরের বাকপ্রতিবন্ধী শিল্পী আঁখি

- আপডেট সময় : ০৩:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের আলোচিত বাকপ্রতিবন্ধী শিল্পী মোছাঃ আরিফা আক্তার আঁখিকে ১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ জুন) দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আঁখির হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপ-সচিব মোরার্জি দেশাই, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, বধির ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাজনীন আক্তার প্রমুখ।
বাকপ্রতিবন্ধী শিল্পী মোছাঃ আরিফা আক্তার আঁখি দিনাজপুর বধির ইনস্টিটিউটের ৮ম শ্রেণির ছাত্রী। পিতা মোঃ আনারুল ইসলাম পেশায় একজন বই বিক্রেতা। মাতা শাহানাজ পারভীন একজন গৃহীনি। আঁখির ছোট দুই ভাই রয়েছে।
হুইপ ইকবালুর রহিম বলেন, আঁখির এই প্রতিভা দিনাজপুরবাসীকে গর্বিত করেছে। আঁখি প্রমাণ করেছেন বাকপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদে পরিণত হয়েছে। ভবিষ্যতেও আঁখির মত অনেক প্রতিভা দেশের জন্য সুনাম বয়ে আনবে।
আঁখির পিতা আনারুল ইসলাম জানান, আখি একজন মেধাবী ছাত্রী। কিন্তু সে বাকপ্রতিবন্ধী। আঁখি প্রথমে দিনাজপুর শিশু একাডেমিতে আর্ট শিখত। বর্তমানে বালুবাড়ী আর্ট একাডেমিতে ভর্তি হয়ে আর্ট শিখছে। আমি একজন পুরাতন বই বিক্রেতা। দিন আনি দিন খাই। প্রধানমন্ত্রী আমার এই কন্যার মেধাকে শুভেচ্ছা কার্ডের মাধ্যমে দেশে ছড়িয়ে দিয়েছেন, এ জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।