প্রয়াত সাংবাদিক আলম হোসেনের স্বরণ সভা ও ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৫:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে

ফজল কাদির: নীলফামারীর কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক প্রয়াত আলম হোসেনের স্বরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রেস ক্লাব হল রুমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী প্রেস ক্লাব সভাপতি মন্জুরুল ইসলাম সিয়াম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, কিশোরগঞ্জ আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র রায়, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহওয়ারদী গ্রেনেড বাবু, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজল কাদির, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ্ আল মামুন। এসময় মরহুমের আত্বার শান্তি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাংবাদিক খাদেমুল মোরছালিন শাকির।