ফুলকুঁড়ি আসরের ৪ যুগপূর্তি উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ

- আপডেট সময় : ০১:৫৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ৫৪ বার পড়া হয়েছে

শাহজাহান আলী মনন, বিশেষ প্রতিনিধি: জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৪ যুগপূর্তি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সৈয়দপুরের বিভিন্ন স্থানে ফুলকুঁড়ি আসর, নীলফামারী শাখার উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
নীলফামারী জেলা শাখার পরিচালক হুচেন আলীর নেতৃত্বে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের চার যুগপূর্তি উপলক্ষে পালিত এই কর্মসূচিতে প্রায় অর্ধ শতাধিক পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠার পর থেকে সারাদেশের শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও মৌলিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সংগঠনটি।
সংগঠনের চার যুগপূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসর। এরই ধারাবাহিকতায় সারাদেশের শাখাগুলো একযোগে স্ব স্ব জেলার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে।