বিএনপির আন্দোলনে জনগন সাড়া দেয়নিঃ ওবায়দুল কাদের

- আপডেট সময় : ১২:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। বিএনপি সংবিধান মানে না। নির্বাচনের বিধিবিধান মানে না। নির্বাচন কমিশন স্বাধীন। আওয়ামী লীগের প্রচেষ্টায় স্বাধীন ভাবে কাজ করছে। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে সব অপরাজনীতি ও বাধা প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের এক যৌথ সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মসংবিধানকে বাদ দিয়ে কারো পরামর্শে কোন ফরমায়েসি গণতন্ত্র মেনে নেবো না। আমাদের সংবিধান যেভাবে গণতন্ত্রের কথা বলেছে সেভাবেই আমরা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবো। সেভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এর সামনে আসা সকল বাধা প্রতিহত করবে আওয়ামী লীগ।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণ ছাড়া কোন আন্দোলন সফল হবেনা। যতোই হাক ডাক করুক তাদের আন্দোলনে জনগন সাড়া দেয়নি। বিএনপি কৌশলে জনগণ নিয়ে আসার চেষ্টা করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে নালিশ করেছে। জনগণ আনতে ব্যর্থ হয়ে, নালিশ করে ব্যর্থ হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে অশুভ শক্তি কাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে অপতৎপরতা আবারও শুরু হয়েছে পরপর কয়েক জায়গায় আগুন লাগার ঘটনা তো অগ্নিসন্ত্রাসের মতোই। মার্কেটে কী আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।