সৈয়দপুর ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে বর কনে সহ ১১৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে বর কনে সহ ইরাকে অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। খবর রয়টার্সের।

গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিনেভ প্রদেশের হামদানিয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরেও সেখানে মানুষের অঙ্গারের খোঁজে উদ্ধারকর্মীদের অভিযান চালাতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত মানুষ মিলে উদযাপনের সময় মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়।

নিনেভের ডেপুটি গর্ভনর রয়টার্সকে জানান, অগ্নিকাণ্ডে ১১৩ জন নিহত হয়েছেন। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে অন্তত ১০০ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বর ও কনেও রয়েছেন।

স্থানীয় সিভিল ডিফেন্সের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হলটিতে বিয়ে উদযাপনে আতশবাজি ফোটানোর সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই এটি হলরুমে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা ইমাদ ইয়োহানা বলেন, আগুন ছড়িয়ে পড়তে দেখেই আমরা দৌড়ে বের হয়ে আসি। যারা বের হয়ে আসতে পেরেছে তারা কোনোক্রমে রক্ষা পেয়েছে। তবে যারা বের হতে পারেনি তারা ভেতরে আটকা পড়েছে। এ সময়ে অনেকে বের হওয়ার জন্য প্রবেশপথ ভেঙে ফেলেন।

রয়টার্সের এক ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা পুড়ে যাওয়া ভবনে ধ্বংসাবশেষের খোঁজে অভিযান চালাচ্ছেন। ভবনটিতে এখনো আগুন জ্বলছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনটি অত্যন্ত দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল। ফলে আগুন অতিদ্রুত ছড়িয়ে পড়েছে।

দেশটির প্রধানমন্ত্রী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ সব সহায়তা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে বর কনে সহ ১১৩ জন নিহত

আপডেট সময় : ০২:৪৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে বর কনে সহ ইরাকে অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। খবর রয়টার্সের।

গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিনেভ প্রদেশের হামদানিয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরেও সেখানে মানুষের অঙ্গারের খোঁজে উদ্ধারকর্মীদের অভিযান চালাতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত মানুষ মিলে উদযাপনের সময় মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়।

নিনেভের ডেপুটি গর্ভনর রয়টার্সকে জানান, অগ্নিকাণ্ডে ১১৩ জন নিহত হয়েছেন। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে অন্তত ১০০ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বর ও কনেও রয়েছেন।

স্থানীয় সিভিল ডিফেন্সের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হলটিতে বিয়ে উদযাপনে আতশবাজি ফোটানোর সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই এটি হলরুমে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা ইমাদ ইয়োহানা বলেন, আগুন ছড়িয়ে পড়তে দেখেই আমরা দৌড়ে বের হয়ে আসি। যারা বের হয়ে আসতে পেরেছে তারা কোনোক্রমে রক্ষা পেয়েছে। তবে যারা বের হতে পারেনি তারা ভেতরে আটকা পড়েছে। এ সময়ে অনেকে বের হওয়ার জন্য প্রবেশপথ ভেঙে ফেলেন।

রয়টার্সের এক ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা পুড়ে যাওয়া ভবনে ধ্বংসাবশেষের খোঁজে অভিযান চালাচ্ছেন। ভবনটিতে এখনো আগুন জ্বলছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনটি অত্যন্ত দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল। ফলে আগুন অতিদ্রুত ছড়িয়ে পড়েছে।

দেশটির প্রধানমন্ত্রী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ সব সহায়তা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।